Blogroll

কৃষিতে বিজ্ঞানের ব্যবহার বৃদ্ধির গুরুত্ব

 

কৃষি বিজ্ঞানী ডঃ মোহাম্মদ জয়নুল আবেদীন এর সঞ্চালনায় আজ মঙ্গলবার কৃষিতে বিজ্ঞানের ব্যবহার বৃদ্ধির সুযোগ ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করবেন দেশের স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ও গবেষক ডঃ ওয়াইস কবির, ইস্পাহানী এগ্রো লিমিটেড এর পরিচালক ফাওজিয়া ইয়াসমিন, ভ্যালু চেইন বিশেষজ্ঞ ডঃ শ্রীকান্ত শীল।

বিজ্ঞান হচ্ছে আলো। কৃষিতে বিরাজমান পশ্চাৎপদতা দূর করতে চাইলে বিজ্ঞানের আলোক শিখায় প্রজ্বলিত হতে হবে। তবে অনিয়ন্ত্রিত আলোক শিখা অনেক সময় দেখার শক্তিকে নষ্ট করতে পারে, তাই এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রকৃতি সুরক্ষার বিজ্ঞান বিবেচনায় রেখে কৃষিতে বিজ্ঞানের ব্যবহার কতখানি কিভাবে করা হবে তা আলোচনার দাবী রাখে বৈকি! আপনারাও সাথে থাকুন। বলুন কথা মন খুলে। আমরা মুক্তচিন্তার জাগরণ চাই। কৃষির সমৃদ্ধির জন্য নাগরিকের অংশগ্রহণ উজ্জীবিত হোক।

Post a Comment

0 Comments