Blogroll

কীটনাশককে না বলুন

নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এখন সকলেরই দাবী। সরকারও এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ তবুও কৃষিতে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার রয়েছে ফলে বাড়ছে অনিরাপদ খাদ্যের ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি। কীটনাশকের যথেচ্ছা ব্যবহারের দৌরাত্ম পরিস্থিতিকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে। বিসেফ ফাউন্ডেশন এ বিষয়ে অভিজ্ঞজনদের কথা জানতে চায় এবং জানাতে চায় সংশ্লিষ্ট মহলকে।

কৃষি সংগঠক ও বিটিভি'র মাটি ও মানুষ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক প্রফেসর রেজাউল করিম সিদ্দিক এর সঞ্চালনায় ”কীটনাশককে না বলুন” শিরোনামের আলোচনায় কথা বলবেন বিশ্ব ব্যাংকের সাবেক কনসালটেন্ট ড. তাজুল ইসলাম, উন্নয়ন কর্মী টিআইএম জাহিদ হোসেন, সিনিয়র এসোসিয়েট সাইনটিস্ট (IRRI), আহমেদ সালাউদ্দিন, শিসউক এর নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোরশেদ, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি ও হাঙ্গার ফ্রী ওয়ার্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন প্রমুখ।

Post a Comment

0 Comments