Blogroll

ক্ষুদ্র কৃষকের বড় ক্ষেত (Small Farmers Large Field)

বিশিষ্ট উন্নয়ন গবেষক ডঃ আহমাদ সালাহুদ্দীন এর সঞ্চালনায় বিসেফ লাইভ টক এর এবারের অতিথি আন্তর্জাতিক উন্নয়ন গবেষক ডঃ সম্প্রীতি বড়ুয়া, প্রজেক্ট কোঅর্ডিনেটর - এশিয়া এর ডেভেলপমেন্ট এবং ইনোভেশন স্পেশালিষ্ট। তিনি গবেষণা করেছেন ক্ষুদ্র কৃষক এবং বড় খামার বিষয়ে। বাংলাদেশের কৃষিতে ক্ষুদ্র কৃষকের সংখ্যা প্রায় ৪০-৫০% তাই তাদের চ্যালেঞ্জ এবং সাফল্য বিষয়ে আমরা ডঃ সম্প্রীতির অভিজ্ঞতা শুনতে চাই। এই আলোচনায় আরও যুক্ত থাকবেন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি ও কৃষি বিজ্ঞানী ডঃ মোহাম্মদ জয়নুল আবেদীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সাবেক মহাপরিচালক কৃষিবিদ ডঃ এম এ মুয়ীদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক।

ব্যতিক্রমী এই আলোচনায় আপনারাও সাথে থাকুন। তুলে ধরুন আপনার অভিজ্ঞতাও।

Post a Comment

0 Comments