Blogroll

শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য চাই নিরাপদ খাদ্য ও বিষমুক্ত কৃষি

 

শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য চাই নিরাপদ খাদ্য ও বিষমুক্ত কৃষি (Safe food and Agro ecology For Our Children's Future)

পল্লী অঞ্চলের শিশুরা তাদের বাড়িতে, খামারের আশেপাশে, স্কুলে তাদের খাদ্য, পানীয় ও বাতাসের মাধ্যমে বিষাক্ত কীটনাশকের সংস্পর্শে আসে। কীটনাশক জন্মগত বিকলঙ্গতা, ক্যান্সার, স্নায়ু দুর্বলতা, শ্বাসকষ্ট, মেধাহীনতা, ব্রেনের কার্যকারিতা নষ্ট, চর্মরোগ সহ নানান কঠিন রোগের কারণ। আসুন আমাদের শিশুদের কীটনাশকের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করি। BSAFE Foundation এর সভাপতি ড. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এবং সাকিউল মিল্লাত মোর্শেদ এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করবেন মিসেস Sarojini Rengam, নির্বাহী পরিচালক PAN AP ( Pesticide Action Network Asia and Pacific) এবং ডক্টর নিতিশ দেবনাথ, প্রাক্তন ভাইস চ্যান্সেলর চিটাগং ভেটেনারি ইউনিভার্সিটি এবং সমন্বয়ক One Heath Bangladesh. সাথে থাকুন,তুলে ধরুন আপনার মতামত। ধন্যবাদ।

Post a Comment

0 Comments