Blogroll

করোনায় করণীয়

 

করোনার দ্বিতীয় ঢেউ আমাদের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, মানসিক স্বাস্থ্য, উন্নয়ন সব কিছুকেই বদলে দিয়েছে। অর্থনীতি যতদিন অস্বাভাবিক অবস্থায় থাকবে ততদিন কর্মসংস্থানের অনিশ্চয়তা থাকবে। অনেকই পেশা পরিবর্তন করেছেন, বেকার হয়ে অনেকে শহর থেকে গ্রামে চলে গেছে। এক জরিপে দেখা গেছে ১০ শতাংশ মানুষ গ্রামে ফিরে গিয়েছে। করোনার প্রথম ঢেউয়ের মধ্যেও গত এক বছর কৃষিখাত প্রত্যাশার চেয়ে ভালো করেছে। এখন যারা গ্রামে গেছে, তারা কৃষি খাতে কর্মসংস্থানের চাপ সৃষ্টি করবে। আবার এখন গ্রাম এলাকায় করোনা ছড়িয়ে পড়েছে। তাই কৃষিখাতের কর্মসংস্থান টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ। যেকোনো উপায়ে গ্রামের অর্থনীতিকে চাঙ্গা রাখতে হবে। করোনা মহামারী প্রতিরোধে ভ্যাকসিন, স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন জরুরি তেমনি কেউ করোনায় আক্রান্ত হলে তার উপযুক্ত চিকিৎসা প্রয়োজন। রোগ নির্ণয়ের ব্যর্থতার কারণে বা চিকিৎসকের অজ্ঞতায় ভুল চিকিৎসার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। কোভিড এর স্বাস্থ্যবিধি সকল শ্রেণী-পেশার মানুষ এখনো সমানভাবে মেনে চলছে না এর কারণ কি অবহেলা নাকি ভিন্ন ভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সচেতন করার জন্য সঠিক যোগাযোগ পদ্ধতি অনুসরণ না করা? এমন জাতীয় দুর্যোগে নাগরিক সমাজের কর্তব্যই বা কি? সাকিউল মিল্লাত মোর্শেদ এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করবেন জাতীয় করোনা বিষয়ক পরামর্শক কমিটির সদস্য প্রফেসর নজরুল ইসলাম , প্রাক্তন উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় , প্রফেসর ডঃ আবু জামিল ফয়সাল , জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডিবিসি নিউজ এর সম্পাদক প্রণব সাহা।

আপনারাও সাথে থাকুন তুলে ধরুন আপনাদের মতামত।

Post a Comment

0 Comments