Blogroll

করোনাকালে কৃষকের ঈদ ভাবনা

 
দেশের করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সবাই উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন। করোনাকালে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় আনন্দ, বড় খুশীর বিষয়। কারণ, কখন কার কি হবে কিচ্ছু বলা যায় না। করোনায় থমকে গেছে জীবন। গ্রামেও এখন সংক্রমণ ছড়িয়েছে। এতকিছুর পরেও কৃষি থেমে নেই সত্য কিন্তু কৃষক কি ভাল আছে? কেমন আছে তারা? ত্যাগের আহ্বান নিয়ে এগিয়ে আসছে ঈদ ‍উল আযহা। যার কিছুই নেই, সে কী ত্যাগ করবে? গরীব কৃষকের আছেই বা কী? ঈদ আসলে কিছু বাড়তি খরচ হয় সেই খরচের উৎস কী? সরকার কতজনকেই তো সহযোগিতা করে বলে শোনা যায়, প্রণোদনা দেয়, কৃষক কি সেটা পায়? যারা খাবার ফলায়, দরদ দিয়ে পশুপালন করে তাদের জীবন কেন এত অনিশ্চিত? শত দুঃখ কষ্টের মাঝেও স্বপ্ন বুনে চলা কৃষকের দিন কি তাহলে বদলাবে না? বিসেফ আয়োজিত নাগরিক সংলাপে আজ এ বিষয়ে প্রান্তজনের কৃষি সম্পকির্ত ব্যক্তি ও কৃষকেরা কথা বলবেন। আপানারাও থাকুন আমাদের সাথে। ভাগাভাগি করুন আপনাদের চিন্তাও।

Post a Comment

0 Comments